blog-img
প্রেমে সাড়া না দেওয়ায় ধর্ষণ
1 year ago
4.6 K Views
0 comments
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না দেওয়ায় এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর নানি গতকাল রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্ত পাবেল উপজেলার চিথুলিয়া গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে। জানা যায়, ওই কিশোরী দশম শ্রেণির শিক্ষার্থী। মরিচতলা গ্রামে নানিবাড়ি থেকে সে মাদরাসায় লেখাপড়া করে। যাতায়াতের পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেম প্রস্তাব দেয় পাবেল হোসেন। কিন্তু প্রেমে সাড়া না পেয়ে পাবেল ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে কৌশলে ওই ছাত্রীর নানির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে পাবেল। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে মামলার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments 0

Your Comment