blog-img
মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
3 weeks ago
1.7 K Views
0 comments
টাঙ্গাইলের মির্জাপুরে শিশুকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এর আগে মামলার প্রধান আসামিকে পালাতে সহায়তা করায় এবং গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করায় ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে (২১) গ্রেফতার করে জেল হাজাতে পাঠায় পুলিশ। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের ভুট্টাক্ষেত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার আজাগানা ইউনিয়নের একটি গ্রামে এক ছাত্রীকে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে একই এলাকার ফিরোজ মিয়া। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ করেন। সালিশে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে গত ৮ মার্চ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ঘটনার ১৯ দিন পর নিউজ প্রকাশিত হলে ওই দিন ৮ মার্চই শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান। টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশে পুলিশ আসামিদের ধরতে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অভিযান পরিচালনা করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে মামলার প্রধান আসামি ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন শিশু ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়া মাতব্বরদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রযেছে বলে তিনি জানিয়েছেন।

Comments 0

Your Comment