ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
1 day ago
1.8 K
Views
0
like
share
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এরপর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব, আল-কুদস এবং উত্তর পশ্চিম তীরসহ সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হুথি বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। যার মধ্যে একটি হাইপারসনিক প্যালেস্টাইন ২ ক্ষেপণাস্ত্র ছিল, যা ইসরাইলের আশদোদের পূর্ব অংশে সোদেত মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি জেরিকো ক্ষেপণাস্ত্র এবং অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যাটারির জন্য একটি লঞ্চিং প্যাড ছিল। অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।