blog-img
ভারতের যে গ্রামে হিন্দু পরিবারের ডাকে সাহরির জন্য ঘুম থেকে জাগে মুসলিমরা
3 weeks ago
2.4 K Views
0 comments
ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস। গোটা মাস জুড়েই সুবহে সাদিকের পূর্ব থেকে সাহরি এবং সূর্যাস্তের পর ইফতার করে থাকেন মুসলিমরা। আর গ্রামের মুসলমানরা সাহরির জন্য যাতে সময়মতো ঘুম থেকে উঠতে পারেন, তা নিশ্চিত করতে চেষ্টার কোনো কমতি নেই স্থানীয় এক হিন্দু পরিবারের। গোটা গ্রামের হিন্দুরা যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে, তখন ওই রমজান মাসে ঘুমকে বিলাসিতা হিসাবেই মনে করে উত্তর প্রদেশের আজমগড় জেলার ছোট গ্রাম 'কৌরিয়া'র হিন্দু ধর্মাবলম্বী গুলাব যাদবের পরিবার। ৪৫ বছর বয়সী গুলাব যাদব এবং তার ১২ বছর বয়সী ছেলে অভিষেক। রমজান মাসে ঘুম পরিত্যাগ করে প্রতিদিন রাত ১টায় হাতে টর্চ এবং লাঠি নিয়ে বেরিয়ে পড়েন বাবা ও ছেলে। পায়ে হেঁটে গ্রামের মধ্য দিয়ে যেতে যেতেই প্রতিটি মুসলিম বাড়িতে থামেন এবং হাঁক দেন। ওই পরিবারগুলি সাহরির জন্য জেগে আছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বাপ-বেটা পরের দরজায় গিয়ে হাঁক দেয়। আর এভাবেই গত ৫০ বছর ধরে এই গুরু দায়িত্ব পালন করে আসছে যাদবের পরিবার। ১৯৭৫ সালে গুলাবের বাবা চিরকিত যাদবের শুরু করা একটি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন পরবর্তী প্রজন্ম। অতীতে রমজানের সময় বেশিরভাগ মসজিদে লাউডস্পিকার ব্যবহার করে রোজাদারদের জাগিয়ে তোলার আহ্বান জানানো হয়ে আসছিল, কিন্তু শব্দ দূষণ নিয়ে দেশটির শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশের ফলে ধর্মীয় স্থানগুলিতে শব্দ দূষণের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Comments 0

Your Comment