blog-img
৬ হাজার অভিবাসীকে মৃত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
1 day ago
2.6 K Views
0 comments
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া একটি অস্থায়ী অভিবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছয় হাজারের বেশি অভিবাসীকে ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে বাতিল করা হয়েছে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর, যার ফলে তারা চাকরি, ব্যাংকিং, কিংবা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে এসব অভিবাসীর বসবাস কঠিন করে তোলা এবং তাদের ‘স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে’ বাধ্য করা। ভুক্তভোগীরা বৈধভাবে সামাজিক নিরাপত্তা নম্বর অর্জন করেছিলেন, যা সাধারণত মার্কিন নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং কিছু অস্থায়ী কর্মীর জন্য ব্যবহৃত হয়। এই নম্বর ছাড়া দেশটিতে আয়, সামাজিক নিরাপত্তা সুবিধা, ব্যাংক লেনদেনসহ গুরুত্বপূর্ণ বহু সেবার সুযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং ট্রেজারি বিভাগ একটি চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে অভিবাসীদের ট্যাক্স-সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়া হবে। এর মাধ্যমে অভিবাসীদের নাম ও ঠিকানা ব্যবহার করে তাদের ট্যাক্স রেকর্ড যাচাই করতে পারবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই সিদ্ধান্ত ঘিরে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি এই বিতর্কিত চুক্তির জেরে মার্কিন রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মেলানি ক্রাউসে পদত্যাগ করেছেন।

Comments 0

Your Comment