কুড়িগ্রামে ঘন কুয়াশায় বাড়ছে শীতের প্রকোপ
4 months ago
1.9 K
Views
0
like
share
ঘন কুয়াশা ও শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে কুড়িগ্রামে এবং কমছে তাপমাত্রাও। সেই সাথে শুরু হয়েছে হিমেল হাওয়া। বিশেষ করে ১৬টি নদনদী তীরবর্তী মানুষজন উত্তরীয় হিমেল হাওয়ায় অনেক ঠান্ডা অনুভব করছেন। প্রতিদিনই এ জেলার তাপমাত্রা কমছে। শনিবার সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও ঘন কুয়াশায় কুড়িগ্রামে সুর্যের মুখ দেখা যায়নি।গত এক সপ্তাহ আগে থেকেই জেলায় আগাম শীত জেঁকে বসেছে। তবে এতদিন ধরে দিনের বেলা ঘন কুয়াশার দেখা যায়নি।কিন্তু শনিবার ভোরবেলা থেকে শুরু করে দিনের অর্ধ সময় ধরে কুয়াশার মাত্রা বেড়ে যায়। দিনভর কুয়াশা ও আকাশ মেঘে ঢাকা থাকে। ফলে সকাল থেকে ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে যায়। পরে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা হালকা কমে যায়। কিন্তু দিনভর কুয়াশা থাকলেও বিকেলে তা দুরীভুত হয়। এ অবস্থায় ভোর থেকে সকাল পর্যন্ত যান চলাচল সীমিত ছিল এবং অনেক চালককে হেড লাইট জ্বালিয়ে বাস ও ট্রাক চলাচল করতে দেখা যায়। এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, ঘন কুয়াশা ভোর থেকে বাড়লেও তাপমাত্রা খুব একটা কমেনি।গতকাল দুপুরে ১৬ থেকে ১৭ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করে বলে জানান তিনি। তবে তাপমাত্রা ধীরে ধীরে আরো এ জেলায় কমতে পারে বলেও জানান তিনি। এদিকে, কুড়িগ্রামে শীতের আগমন ঘটায় গত এক সপ্তাহ ধরে ব্যস্ত সময় পার করছেন লেপ তোষক তৈরির কারিগররা। বছরের অন্যান্য সময় তারা অলস সময় কাটালেও বাংলা আশ্বিন মাস আসলেই এসব কারিগরগণ নতুন করে লেপ তোষক তৈরি করতে বসেন। জেলার সদর উপজেলার পৌরবাজার,কালিবাড়ি বাজার,ভকেশনাল মোড় ও ত্রিমোহণী এলাকার মোড়ে ও এসব এলাকার দোকানসমুহে বিভিন্ন লেপ-তোষকের দোকানে লেপ-তোষক তৈরীর ধুম পড়েছে। শীতের প্রকোপ মারাত্নক আকার ধারণ না করলেও লেপ তৈরির হিড়িক পড়ে গেছে বলে সাধারণ মানুষগুলো জানিয়েছেন।