blog-img
আম্পায়ারকে ভুল প্রমাণ, ফিরলো ধোনির ডিআরএস
1 week ago
3.3 K Views
0 comments
আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে এখন আর মহেন্দ্র সিং ধোনির নামে ‘অধিনায়ক’ শব্দটি নেই। তবে এই দলে তাঁর প্রভাব আগের মতোই অটুট রয়েছে। গত বছর রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব নেওয়ার পরেও উইকেটের পিছনে ধোনির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ–বিশেষ করে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়ার ক্ষেত্রে। ডিআরএস নিয়ে ধোনির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বরাবরই অতুলনীয়। এবং আইপিএলের চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম ম্যাচেই তিনি আবারও সেটা প্রমাণ করলেন। কেন অধিনায়ক ও বোলাররা তার কথার ওপর চোখ বুজে ভরসা করেন সেটা আবারও দেখা গেল। চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের ১৮তম ওভারে যখন নাথান এলিসের একটি বল মিচেল স্যান্টনারের প্যাডে লাগে, ধোনির একটি নীরব সম্মতি যথেষ্ট ছিল চেন্নাইয়ের জন্য রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার। এবং সব সময়ের মতো এবারও তার অনুমান ছিল নিখুঁত। স্যান্টনার ক্রিজে দাঁড়িয়েই খেলতে গিয়েছিলেন, কিন্তু এলিসের নীচু গতির ডেলিভারিটি ব্যাক প্যাডে আঘাত করে। এবং তিনি প্রতিক্রিয়া জানানোর আগেই বলটি প্যাডে লেগে যায়। অন-ফিল্ড আম্পায়ার অবশ্য আউট দেননি, কিন্তু এলিস ছিলেন আত্মবিশ্বাসী, আর তার থেকেও বেশি নিশ্চিত ছিলেন ধোনি। বল কোথায় যাচ্ছে তা বোঝার জন্য ধোনির হাতে ছিল মাত্র কয়েক মুহূর্ত, কিন্তু তার সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক। গায়কোয়াড় অভিজ্ঞ এই উইকেটকিপারের তীক্ষ্ণ দৃষ্টির ওপর ভরসা রেখে সঙ্গে সঙ্গে রিভিউ নেওয়ার সংকেত দেন। বড় স্ক্রিনে দ্রুতই প্রমাণিত হয় যে ধোনির অনুমান একেবারে সঠিক। বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করছে। ফলস্বরূপ মুম্বাইয়েল আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর ঘটনা ঘটে। যখন ‘OUT’ সাইনটি ভেসে ওঠে, এলিস সরাসরি ধোনির দিকে ছুটে যান উল্লাসে, স্বীকার করে নেন যে এই উইকেটের মূল কারিগর তিনিই। শেষ পর্যন্ত মুম্বাইকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চেন্নাই।

Comments 0

Your Comment