blog-img
মুম্বাইকে হারিয়ে জয় দিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের
1 week ago
1.9 K Views
0 comments
আইপিএলের ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাই। রবিবার (২৩ মার্চ) রবিবার চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। জবাবে রাচিন রবীন্দ্র ও অধিনায়ক গায়কোয়াডের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই। ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শরেুতে রাহুল ত্রিপাতিকে হারালেও অধিনায়ক গায়কোয়াডকে নিয়ে সহজ জয়ের দিকেই দলকে এগিয়ে নিতে থাকেন রাচিন। তবে ২৬ বলে ৫৩ রান করে গায়কোয়াড় আউট হলে কিছুটা চাপে পড়ে চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত রাচিনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। কিউই এই অলরাউন্ডার ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ভিগনেশ পুথুর। এর আগে ব্যাটে নেমে মুম্বাই শুরুতেই উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে। তবে মাঝে তিলক ভার্মার ২৫ বলে ৩১ এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৬ বলে ২৯ রান মুম্বাইকে কিছুটা চ্যালেঞ্জ করার মতো স্কোর এনে দেয়। এছাড়াও শেষ দিকে দীপক চাহারও খেলেন ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নুর আহমেদ। এই আফগান স্পিনার ৪ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও খালিল আহমেদ পেয়েছেন ৩ উইকেট।

Comments 0

Your Comment