রিজওয়ান ফেরারি থেকে রিকশায় নেমে এসেছে : আমির
1 month ago
1.7 K
Views
0
like
share
চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। এ বছরের টুর্নামেন্টটি তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ফলে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমদের প্রতি সমর্থকদের ছিল বড় ধরনের প্রত্যাশা। তবে টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল প্রত্যাশার বিপরীত। পাকিস্তান দ্রুতই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেয়। তিন ম্যাচ খেলে তারা একটিও জয় পায়নি, আর বৃষ্টির কারণে তাদের সংগ্রহে আসে এক পয়েন্ট। ঘরের মাঠে এমন ভরাডুবির পর রিজওয়ান ও বাবরের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে, যে কোনো টুর্নামেন্ট শেষে ব্যর্থতার দায় সাধারণত অধিনায়কের কাঁধে পড়ে, এবং এবারও রিজওয়ান এর বাইরে নন। তার নেতৃত্ব নিয়ে সমালোচনাও বাড়ছে। আর এবার পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির রিজওয়ানকে মজার ছলে খোঁচা দিয়েছেন। আমির বলেছেন, 'রিজওয়ান ফেরারি থেকে রিকশায় নেমে এসেছে। একসময় তাকে পছন্দ করতাম, কারণ ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করে সে সফল হয়েছিল। তার দল ফাইনালও খেলেছিল।' কিন্তু আমির মনে করেন, গত ২-৪ মাসে রিজওয়ানের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। তিনি বলেন, 'আমি জানি না কী হচ্ছে, কিন্তু তার সিদ্ধান্তগুলো এখন অদ্ভুত লাগছে। গত কিছু মাস ধরে আমি তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করি না, তাই নিশ্চিত নই কেন তার আচরণ এমন হয়েছে।' আমির আরও বলেন, 'শুরুর দিকে রিজওয়ান সাহসী অধিনায়ক ছিল, এটা দেখে মনে হচ্ছিল সে অনেক কিছু পরিবর্তন করতে যাচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে সে ক্রিকেট থেকে অনেক দূরে চলে গেছে। সবাই এটাই ভাবছে। আহমেদ শেহজাদ ভিডিওতে বলেছে, আমি বিভিন্ন মিডিয়ায় বলেছি, এমনকি ওয়াসিম আকরামও এই বিষয়ে কথা বলছেন।' আমির বলেন, 'পাকিস্তানের স্কোয়াডের মধ্যে সমস্যার কথা অনেকেই বলেছেন। ওপেনার নেই, একজন স্পিনার নেওয়া উচিত ছিল। যদি অধিনায়ক বলেন যে তার ক্ষমতা ছিল না এই পরিবর্তনগুলো বলার, তাহলে সেটা মিথ্যা হবে। তার সেই ক্ষমতা ছিল, কিন্তু সে সেটা ব্যবহার করেনি। আমি জানি না কেন।'