বার্সার জাদুকরী জয়
3 weeks ago
4.1 K
Views
0
like
share
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ছয় মিনিটে দুই গোল শোধ। যোগ করা সময়ে আরও দুই গোল। রিতীমতো বার্সেলোনা ম্যাজিক। অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। আতলেতিকো মাদ্রিদের মাঠে লা লিগার ম্যাচে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত তারা সেই ম্যাচ জিতেছে ৪-২ গোলে। রিয়াল মাদ্রিদকে টপকে আবারও লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কি ব্যবধান কমানোর পর বার্সেলোনাকে সমতায় ফেরান ফেররান তোরেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেন লামিনে ইয়ামাল। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬০। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী রিয়াল। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো। মাদ্রিদের দুই দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।