blog-img
বার্সেলোনার চিকিৎসকের মৃত্যু, লা লিগার ম্যাচ স্থগিত
3 weeks ago
2.2 K Views
0 comments
বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তাই ওসাসুনার বিপক্ষে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে বার্সেলোনা ঘোষণা করছে যে, আজ সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যু হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কারণে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করা হয়েছে এবং পরে নতুন করে সময় নির্ধারণ করা হবে। ক্লাবের পরিচালনা পর্ষদ ও সকল কর্মী তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’ ওসাসুনাও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে, ‘ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। একইসঙ্গে এই কঠিন সময়ে বার্সেলোনা ক্লাবের সকল সদস্য এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করি।’ বার্সেলোনার চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন মিনারো গার্সিয়া। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্প ন্যুতে। ম্যাচের নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে, ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিনে।

Comments 0

Your Comment