blog-img
ব্রিটেনে বাংলাদেশি প্রার্থীদের চ্যালেঞ্জের দিন আজ
9 months ago
2.9 K Views
0 comments
ব্রিটেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দেশটিতে ৬৫০ আসনের জন্য ৯ রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪ হাজার ৫১৫ জন প্রার্থী নির্বাচন করবেন। মুসলিম ও বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গাজা ইস্যুকে কেন্দ্র করে অন্তত শতাধিক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন। এবারের নির্বাচনে এখন পর্যন্ত ৩৪ জন বাংলাদেশি প্রার্থী বিভিন্ন আসন থেকে নির্বাচন করছেন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সংখ্যালঘু জাতিগত পটভূমি থেকে বর্তমানে ৬৫ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এশিয়ান বংশো™ূ¢ত। প্রথম বাংলাদেশি এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে ইতিহাস সৃষ্টি করেন রুশনারা আলী। তার পদাঙ্ক অনুসরণ করে ড. রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ৩৪ জন বাংলাদেশি প্রার্থীর মধ্যে আটজন লেবার পার্টি থেকে নির্বাচন করছেন। তাদের মধ্যে ছয়জনই নারী। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করছেন দুজন। স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে একজন, লিবডেম থেকে একজন। এ ছাড়া ১২ জন স্বতন্ত্র নির্বাচন করছেন। বাকি নয়জন নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন, রিফর্ম ইউকে, গ্রিন পার্টি ও সোশিয়ালিস্ট পার্টি থেকে।

Comments 0

Your Comment