মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারে গুরুত্ব যুক্তরাষ্ট্রের
4 months ago
4.6 K
Views
0
like
share
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আছে, এমন দেশগুলোতে মৌলিক স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বেদান্ত প্যাটেল বলেন, যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একই রকম। মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট করে বলি। যে কোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে। ধরপাকড়ের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দেশগুলোর প্রতি জোর দিয়ে যাবে। ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। আমরা এ ব্যাপারে বরাবরই জোর দিয়ে আসছি যে, যারা আটক থাকবেন, তাদের পক্ষ থেকেও যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে। একই সঙ্গে তাদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।