blog-img
ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধে’ আশঙ্কার ছায়া ইউরোপেও
2 months ago
2.1 K Views
0 comments
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো এবং চীন থেকে পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। এতে পুরো বিশ্বজুড়েই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প। ট্রাম্পের নেয়া সিদ্ধান্তে মেক্সিকান এবং কানাডিয়ান পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং চীনা পণ্য আমদানির ওপর আরোপ করা হবে ১০ শতাংশ শুল্ক। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সম্পাদকীয়তে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ‌‘ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ’ বলে অভিহিত করেছে। এই সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে, সে সম্পর্কেও অবগত রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পাশাপাশি নানা সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে ‘আমেরিকাকে লুটপাট’ করছে। তিনি লিখেছেন, ‘এটা হবে আমেরিকার স্বর্ণযুগ। কিছু কষ্ট কি থাকবে? হ্যাঁ, হয়তো (হয়তো নাও হতে পারে!)। কিন্তু আমরা আমেরিকাকে আবার মহান করে তুলবো, এবং এর মূল্য পরিশোধ করতে হবে।’ ট্রাম্প লিখেছেন, ‘কানাডা আমাদের প্রিয় ৫১তম রাষ্ট্র হওয়া উচিত।’ তিন দেশের ওপর শুল্ক আরোপে পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আপনারা পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করুন, এখানে কোনো শুল্ক নেই’। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের ‘তীব্র বিরোধিতা’ করে ‘নিজস্ব অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট পাল্টা ব্যবস্থা’ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনের ‘ভ্রান্ত আচরণের’ সমালোচনা করে বলেছে যে বেইজিং ‘এতে ব্যাপক অসন্তুষ্ট।’ এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওতে মামলা কথাও জানিয়েছে বেইজিং।

Comments 0

Your Comment