blog-img
জাপানে ৭ ডলার চুরির শাস্তি ৮৪ হাজার ডলার
14 hours ago
3 K Views
0 comments
মাত্র ৭ ডলার চুরির দায়ে জাপানের এক বাসচালককে দিতে হয়েছে ৮৪ হাজার ডলারের বড় শাস্তি। চুরির ঘটনায় তার পুরো অবসর ভাতা বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বাসচালকের অবসরকালীন ভাতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। খবর এএফপির। ওই বাসচালক একটি বেসরকারি পরিবহন সংস্থায় ২৯ বছর ধরে কর্মরত ছিলেন। ২০২২ সালে কিয়োটো শহরে বাসের ভাড়ার টাকা থেকে মাত্র এক হাজার ইয়েন (প্রায় সাত ডলার) চুরি করার দৃশ্য বাসের সিসিটিভিতে ধরা পড়ে। এরপর তাকে বরখাস্ত করে কিয়োটো শহরের প্রশাসন। একইসঙ্গে, তাকে অবসরকালীন এক কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) পরিমাণ অর্থ প্রদান না করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর বাসচালক এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তবে শেষ পর্যন্ত আদালতে হেরে যান তিনি। এর ফলে তিনি তার অবসরকালীন ভাতার টাকা আর পাবেন না।

Comments 0

Your Comment