শাস্তি পেলেন এমবাপ্পে
3 days ago
4 K
Views
0
like
share
রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে লা লিগায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে তাকে এই শাস্তি পেতে হলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিদ্ধান্ত জানিয়েছে। রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মক ট্যাকল করেন এমবাপ্পে। এই ঘটনার জেরেই রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, এমবাপ্পের ফাউলটি খেলার অংশ হিসেবেই ঘটেছে এটিকে হিংসাত্মক আচরণ হিসেবে গণ্য করা হয়নি। যদি হিংসাত্মক আচরণের অভিযোগ প্রমাণিত হতো তবে নিষেধাজ্ঞার মেয়াদ আরও দীর্ঘ হতে পারতো। এই এক ম্যাচের নিষেধাজ্ঞার ফলে লা লিগায় রবিবার (২০ এপ্রিল) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এমবাপ্পে। বর্তমানে লা লিগায় ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০।